১. মানবিক সহায়তা কর্মসূচী যেমনঃ ভি.জি.এফ, জি.আর (খাদ্যশস্য /নগদ ), গৃহ নির্মান সহায়তা, ঢেউটিন, শীতবস্ত্র বিতরন ইত্যাদি।
২.সামাজিক নিরাপত্তামুলক কর্মসূচী যেমনঃ গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা), গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন(টি.আর), অতি দরিদ্রের জন্য কমসংস্থান কর্মসূচী (ইজিপিপি) , Strengthing the Ministry of Disaster management & Relief programme Administration (Social safety net system for the poorest project), Early recovery facility, Comprehensive Disaster Management Programme (CDMP-2) , Disaster risk Reduction (DRR) Community Risk Assesment & Risk Reduction Action Plan, Sahana Disaster Management System ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
৩.বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীন রাস্তায় ছোট ছোট (১২মিটার পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মান,বন্যা প্রবন এলাকায় বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান, উপকুলীয় এলাকায় বহুমুখী ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র নির্মান, ঘূর্নীঝড় সহনীয় গৃহনির্মান করা, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্প, Construction of Upazilla DMIC centre প্রকল্প, Urban Resilience project, ভূমিকম্প উদ্ধার যন্ত্রপাতি ক্রয় ও সরবরাহ ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস